সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন, ১৪৩০
অনলাইন ডেস্ক।।
ঈদের রাতে আবছা অন্ধকারে সড়কে হাঁটছিলেন এক ব্যক্তি। ওই সময় ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন চট্টগ্রামের কোতোয়ালি থানার এসআই সজল ও তারেক।
লোকটিকে দেখে চেনা চেনা লাগছিল তাদের। পরে তাকে দাঁড়াতে বলেন দুই পুলিশ কর্মকর্তা। কাছে যেতেই তাকে চিনে ফেললেন একজন। বলে উঠলেন, আরে উনি তো করোনা রোগী! জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন। এত রাতে উনি এখানে কী করেন।
সোমবার (২৫ মে) রাতে নগরীর কোতোয়ালি থানা এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতাল থেকে পালাচ্ছিলেন ওই করোনা রোগী। প্রায় দেড় ঘণ্টা বুঝিয়ে অ্যাম্বুলেন্স ডেকে তাকে আবার হাসপাতালে পাঠানো হয়েছে।
জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মোহসিন বলেন, পুলিশ ওই করোনা রোগীকে না দেখলে পরিস্থিতি আরো খারাপ হতো। তার মাধ্যমে আরো অনেকেই আক্রান্ত হতো। চট্টগ্রামবাসীকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন এসআই সজল ও তারেক।