অফুরন্ত প্রহর
।।মাহফুজা রিনা।।
শেষবার যখন তোমার সাথে দেখা হলো
আমি বসেছিলাম ঠিক তোমার মুখোমুখি,
তুমি আমি নিশ্চুপ, বাহিরে যান্ত্রিক বাহনের দুই একটা শব্দ।
নিস্তব্ধতা ভেঙে আমি বললাম,
আবার কবে দেখা হবে?
তুমি বলেছিলে দেখা হবে, আবার দেখা হবে।
তোমার কথায় কাঙ্খিত কোনো তীব্রতা ছিল না,
আমি খানিক চেয়ে রইলাম তোমার মুখপানে,,,,,,
তুমি চলে গেলে, ফিরে আসলাম আমিও।
তারপর অনেক সময় পেরিয়ে গেল,
কতবার চাঁদ তারাদের সাথে জেগে জোৎস্না
ফোয়ারা ঢালে, আবার কালো আঁধারে বিলীন হয়।
ঝিরিঝিরি দমকা হাওয়া সবুজ পাতাদের
ভিড়ে মিসে যায়,
সবুজ ঘাসের ডগায় শিশির পালক ঘষে ঘষে শুকায়।
রাতের পাখিরা কতবার রাত জেগে পরল ঘুমায়ে,
আমি একা জেগে থাকি রাতের সাক্ষী হয়ে।
নক্ষত্রগুলো তড়িৎ বেগে ছুটে চলে আকাশের বুকে,
এমনি করে সময় চলে যায়, দিন ফুরায়,
মাস যায়, বছর পেরোয়।
তবু সময় কই শেষ হয়?
দিন কেটে যায় প্রহর গুনে,
রাত্রি কাটে ঘুমন্ত স্বপ্নের ছবি এঁকে।
মেঠো চাঁদ আর তারাদের সাথে রাত জাগা
পাখি সেও কখন হিম হয়ে আসে।
ধরনীর বুকে জমা ধোঁয়াটে কুয়াশায় পৃথিবী ঘুমায়,
কার যেন দুটি আঁখি ঘুমের স্বাদ নাহি পায়।
এমনি করে দিন কেটে যায়,
মাস কেটে যায়, বছর ফুরায়,
তবু সময় কই শেষ হয়?
আমার কাছ থেকে তোমাকে নিয়েছে
টেনে কখন সময়,
স্মৃতিরে আঁকড়ে জীবন তবু অমলিন হয়ে রয়।
পৃথিবীর যত ক্লান্তি আছে এসেও কভু আসেনা কাছে,
তোমার জন্য অপেক্ষার প্রহর হার মানায়।
বাসনার সকল স্বপ্ন, হৃদয়ের সকল সঞ্চার জমা করে,
পথ চেয়ে থেকে হৃদয় খুঁজে চেনা পথ।
এমনি করে দিন কেটে যায়, মাস কেটে যায়,
বছর ফুরায়।
তবু সময় কই শেষ হয়?
২৯/৬/২০২০