আন্তর্জাতিক ডেস্ক।।
ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস বলেছেন, অর্থনীতির চেয়ে মানুষের জীবন গুরুত্বপূর্ণ। তিনি অস্ত্র তৈরিতে খরচ করা অর্থ মহামারীর গবেষণায় দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিভিন্ন দেশে করোনা ভাইরাসের কারণে দেওয়া লকডাউন শিথিল করার মুহূর্তে শনিবার (৩০ মে) ভ্যাটিকানে প্রায় তিন মাসের মধ্যে সবচেয়ে বড় প্রার্থনাসভা পরিচালনাকালে তিনি এসব কথা বলেন। তিনি কোনো দেশের কথা নির্দিষ্ট করে বলেননি।
তিনি বলেন, এই মহামারীর পর বিশ্ব বিভক্ত না হয়ে আবার ঐক্যবদ্ধ হবে। সূএ-রয়টার্স