স্পোর্টস ডেস্ক।।
অস্ট্রেলিয়ার গোলরক্ষক মাইকেল ল্যাঙ্গেরাক করোনায় আক্রান্ত হয়েছেন। এই ফুটবলারের জাপানীজ ক্লাব নাগোয়া গ্রাম্পাস তথ্যটি নিশ্চিত করেছে। জাপানিজ ফুটবল লিগের (জে লিগ) দ্বিতীয় ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।
সর্বশেষ ২০১৮ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলেছিলেন ল্যাঙ্গেরাক। সকারুদের হয়ে আটটি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ফুটবলার দলের নিয়মিত গোলরক্ষক ম্যাট রায়ানের ব্যাক-আপ হিসেবেই অধিকাংশ সময় স্কোয়াদে ছিলেন। তার ক্লাব নাগোয়া গ্রাম্পাসের পক্ষ থেকে বলা হয়েছে, ল্যাঙ্গেরাকের শরীরে করোনার কোন ধরনের উপসর্গ নেই।
এর আগে গত সপ্তাহে একই দলের স্ট্রাইকার মু কানাজাকির দেহে করোনার অস্তিত্ব ধরা পড়েছিল। বর্তমানে ক্লাবটির প্রতি বিশেষ নজড়দারি করা হচ্ছে। শনিবারই ক্লাবের সকল খেলোয়াড় ও স্টাফকে স্ক্রিনিং করা হয়। ২৬জনের মাঝে শুধুমাত্র ল্যাঙ্গেরাকের দেহে করোনার সংক্রমন ধরা পড়েছে।
এদিকে করোনার কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর আগামী জুলাই থেকে দর্শকবিহীন মাঠে জাপানের পেশাদার ফুটবল লিগ শুরু হতে যাচ্ছে।