আন্তর্জাতিক ডেস্ক।।
আংশিক ব্যবসা-প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছে স্পেন। সোমবার থেকেই দেশটিতে বেশ কিছু ব্যবসা-প্রতিষ্ঠান চালু করার ঘোষণা দেওয়া হয়েছে।
দেশটিতে গত ৮ সপ্তাহ ধরে কঠোর বিধি-নিষেধ জারি করা ছিল। গত ১৪ মার্চ দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। ধীরে ধীরে সব বিধি-নিষেধ শিথিল করা হবে।
দেশজুড়ে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার ঘোষণা দেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে রোগীদের জন্য সুযোগ-সুবিধা এবং বেডের সংখ্যা বাড়ানো হবে।
পুরো স্পেনজুড়েই গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার থেকে সব ধরনের গণপরিবহনে মাস্ক পরতে হবে। যেসব ব্যবসা-প্রতিষ্ঠান চালু করা যাবে সেগুলোকে বেশ কিছু বিধি-নিষেধ মেনে চলতে হবে।
হোটেল-রেস্টুরেন্টে যে পরিমাণ ধারণ-ক্ষমতা রয়েছে তার অর্ধেক লোকজন থাকতে পারবে। অর্থাৎ আগে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে যেভাবে জনসমাগম হতো এখন তা হবে না। লোকসংখ্যা কমিয়ে আনতে হবে।
এছাড়া সব হোটেল-রেস্টুরেন্ট পরিষ্কার-পরিচ্ছন্ন, টেবিল-চেয়ার এবং অন্যান্য জিনিসপত্র জীবাণুমুক্ত রাখতে হবে। সেখানে আসা লোকজনের মধ্যে দূরত্ব বজায় রাখার বিষয়ে গুরুত্ব দিতে হবে।
ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের ধারণ ক্ষমতার ৩০ ভাগ চালু করতে পারবে। এছাড়া বয়স্ক বিশেষ করে ৬৫ বছরের বেশি বয়সীদের সেবাদানে অগ্রাধিকার দিতে হবে।
কাপড়ের দোকানগুলোতেও বিধি-নিষেধ জারি করা হয়েছে। প্রতিটি পোশাক একজন ক্রেতা ব্যবহারের পর অন্য ক্রেতার হাতে যাওয়ার আগেই তা পরিষ্কার করতে হবে।
প্রতিটি ব্যবসা-প্রতিষ্ঠানকে তাদের কর্মীদের সুরক্ষার জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই প্রদান করতে হবে যেন তারা নিরাপদে কাজ চালিয়ে যেতে পারে।