বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

আইভরিকোস্টে ভূমিধসে ১৩ জনের প্রাণহানি

Facebook
Twitter

আন্তর্জাতিক ডেস্ক।।

আইভরিকোস্টের বাণিজ্যিক নগরী আবিদজানে ভয়াবহ ভূমিধসে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো অনেকে। বৃহস্পতিবার (১৮ জুন) প্রবল বর্ষণের কারণে ড্রেনেজ চ্যানেল ভেঙ্গে পড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আবিদজানের কর্মকর্তা ভিনসেন্ট তোহ বি বলেন, এ ভূমিধসে প্রাথমিক ভাবে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর জানতে পেরেছি এবং সেখানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।’

তিনি আরো জানান, উপকূলীয় এ নগরীর উত্তরে আনিয়ামা উপকণ্ঠে স্রোতের তোড়ে ২০ টি বাড়ি ভেসে গেছে। স্থানীয় বাসিন্দারা জানায়, আহত প্রায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাড়ি ডুবে যাওয়ার পর আবুবকর দাগনন বলেন, ‘আমি আমার তিন বছর বয়সের সন্তানকে হারিয়েছি এবং আমি তার লাশ খুঁজছি।’

আরেক বাসিন্দা জানান, ড্রেনেজ চ্যানেল ভেঙে যাওয়ার পর স্থানীয় সময় সকাল ৮টার দিকে একটি টিলার অংশবিশেষ ধসে পড়ে।

আবিদজানে সাধারণত মে মাস থেকে বর্ষকাল শুরু হয় এবং তা স্বাভাবিকভাবে জুলাই মাসের শেষ নাগাদ পর্যন্ত চলে।

শহরটির এক কর্মকর্তা জানান, প্রবল বর্ষণের কারণে গত সপ্তাহে একজনের মৃত্যু ঘটেছে। সূত্র-এএফপি।

জনপ্রিয়