সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

আগৈলঝাড়ায় গ্রেফতার ধর্ষণ মামলার প্রধান আসামি কারাগারে

Facebook
Twitter

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় এক কিশোরীকে ধর্ষণের প্রধান আসামীকে বুধবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নাসির উদ্দিন জানায়, উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামের কালীখোলার পাশে নয়ন হাওলাদারের বাড়িতে মেয়ে নিয়ে ভাড়া বাসায় থাকা কিশোরীকে ধর্ষণ করে একই এলাকার আবুল কালাম মোল্লার ছেলে মুন্না মোল্লা। এ কাজে মুন্নাকে সহযোগীতা করেন আরো তিনজন।

এ ঘটনায় ধর্ষিতার মাতা বাদী হয়ে মুন্না মোল্লাকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলা পলাতক প্রধান আসামী ধর্ষক মুন্না মোল্লাকে অভিযান চালিয়ে বুধবার বিকেলে নিজ এলাকা থেকে এসআই নাসির উদ্দিন গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ধর্ষককে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

জনপ্রিয়