আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় মাদক ও জিআর মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের মৃতু. আবু বক্কর সরদারের ছেলে বশির সরদার(৩৮)কে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এসআই তৈয়বুর রহমান নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। আগৈলঝাড়া থানা জিআর মামলা নং-১(২-৬-২০২০)এর পলাতক আসামীকে গ্রেফতার করে। আজ মঙ্গলবার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।