আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার পলাতক আসামী দুই সহদরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ শনিবার (৬ জুন) সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরন করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাদত্রিশিরা গ্রামের জিআর মামলার পলাতক আসামী মো. হাচেন ভাট্রির দুই ছেলে আলিম ভাট্রি ও হালিম ভাট্রিকে শুক্রবার রাতে এসআই আব্বাস নিজ এলাকা থেকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে থানায় জিআর মামলা রয়েছে, যার নং-১৮১। গ্রেফতারকৃতদের আজ সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরন করা হয়েছে।