শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

আগৈলঝাড়ায় পিপিই প্রদান করলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী এলিনা জাহিন

Facebook
Twitter

আগৈলঝাড়া প্রতিনিধি।।
করোনা ভাইরাসে পুরো জাতি আজ স্তব্ধ। বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিদিনই মারা যাচ্ছে অসংখ্য মানুষ। সেই মানবতার সেবায় একজন নারী হয়েও মানুষের পাশে বার বার দাঁড়িয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী এলিনা জাহিন।

উপজেলার বেলুহার গ্রামে গত ১৬ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন সম্পন্ন করে বারপাইকা আল-মদিনা যুব ফাউন্ডেশন এর কর্মীবৃন্দ। ওই লাশ দাফনের পরের দিনই উপজেলার খাজুরিয়া গ্রামের আরেক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা যান। তখন পিপিই এর জন্য সংগঠনটি সেই ব্যক্তির লাশ দাফন করতে পারে নাই। পিপিই এর লাশ দাফন করতে পারে নাই এই খবর শুনে শনিবার (২৩ মে ) সকালে আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাতের সহধর্মিনী উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী এলিনা জাহিন বারপাইকা আল-মদিনা যুব ফাউন্ডেশন এর কর্মীবৃন্দদের হাতে ৬ সেট পিপিই প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বারপাইকা আল-মদিনা যুব ফাউন্ডেশন এর সভাপতি মোঃ নাসির উদ্দিন শাহ, সিনিয়র সদস্য মোঃ মিরাজ শাহ ও মোঃ সোহাগ শাহ প্রমুখ।

এর আগেও মহিলা লীগ নেত্রী এলিনা জাহিন ব্যক্তিগত ভাবে সাংবাদিকসহ বিভিন্ন জনের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানিয়ে বিভিন্ন সামগ্রী বিতরন করেন।

জনপ্রিয়