রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

আগৈলঝাড়ায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

Facebook
Twitter

মারুফ মোল্লা, আগৈলঝাড়া।।
“মুজিববর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বৃক্ষ রোপন অভিযান উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ”মুজিব বর্ষ” উপলক্ষে সারা দেশে এক কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ উদ্যেগে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে তিন গাছের চারা রোপন করে এই কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।

এসময় উপস্থিত ছিলেল- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্রনাথ হালদারসহ প্রমুখ। উপজেলা বন কর্মকর্তা মনিন্দ্রনাথ হালদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী, বনমন্ত্রনালয়ে নির্দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ”মুজিব বর্ষ” উপলক্ষে সারা দেশের ন্যায় আগৈলঝাড়া উপজেলার শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে সামনে জলপাই, উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে নিম গাছ ও উপজেলা পরিষদের পুরাতন ভবনের সামনে অর্জুন গাছ রোপন করে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী জায়গা ২০হাজার ৩শত ২৫টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হবে।

জনপ্রিয়