আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় ব্যাবসায়ী আশুতোষ মন্ডল (৭০) বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িতে বসে শুক্রবার (১২ জুন) বিকেলে ইহকালের মায়া ত্যাগ করে পরলোগ গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শুক্রবার রাতে গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠি গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে গৈলা ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম টিটু তালুকদার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।