সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

আগৈলঝাড়ায় শ্বাশুরীকে নির্যাতন, সেই পূত্রবধূ গ্রেফতার

Facebook
Twitter

মারুফ মোল্লা, আগৈলঝাড়া।।
বরিশালের আগৈলঝাড়ায় শ্বাশুরী খাবার ও বয়স্ক ভাতার টাকা চাওয়ায় পূত্রবধূর নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। পূত্রবধুকে মঙ্গলবার (১৬ জুন) রাতেই এসআই সুশান্ত কুমার গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে আজ বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের মৃত্যু সূর্যকান্ত সরকার মারা যাওয়ার পর তার স্ত্রী জ্ঞানদা রানী (৯৫) ছেলে জগদীশ সরকারের সাথে থাকেন। দরিদ্র পরিবার হওয়ায় বাগধা ইউনিয়ন পরিষদ থেকে জ্ঞানদা রানীকে একটি বয়স্ক ভাতার কার্ড করে দেন পরিষদ। যা দিয়ে সে ৩মাস পরপর বয়স্ক ভাতার টাকা উত্তোলন করে পূত্রবধু শিখা রানীর কাছে জমা দেন।

সোমবার রাতে ক্ষুধার্থ জ্ঞানদা রানী পূত্রবধু শিখা রানী সরকারের কাছে খাবার ও বয়স্কভাতার টাকা চাইতে গেলে শিখা রানী শ্বাশুরীকে শারিরীক নির্যাতন করে গুরুতর আহত করে। এ ঘটনা শুনে মঙ্গলবার রাতেই ওসি মো. আফজাল হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই জ্ঞানদা রানীকে সার্বিক সহযোগীতা করে তার চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ব্যাপারে জ্ঞানদা রানীর জামাই উপেন চন্দ্র সরকার বাদী হয়ে শ্বাশুরীকে নির্যাতনের অভিযোগ থানায় মামলা দায়ের করেন, যার নং-১০(১৭-৬-২০২০)। গ্রেফতারকৃত পূত্রবধুকে আজ বুধবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

জনপ্রিয়