শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Menu
Menu

আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় আহত সেই ব্যবসায়ীর মৃত্যু

Facebook
Twitter

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে উপজেলা যুবদলের সাধারন সম্পাদক। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮মে রাতে উপজেলার বসুন্ডা ব্রীজ এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে রাজিহার ইউনিয়নের বড় বাশাইল বাজারে ইট বালুর ব্যবসায়ী আবুল কালাম আজাদ ও উপজেলা যুবদলের সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম টিটন মোল্লা গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে ব্যবসায়ী আবুল কালাম আজাদের মৃত্যু হয়। নিহত আজাদ বাশাইল গ্রামের মৃত মুজাহার হাওলাদারের ছেলে। রাশেদুল ইসলাম টিটন বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জনপ্রিয়