আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় সমবায় অধিদপ্তরের উদ্যেগে উপজেলার ৫০জন দরিদ্র নারীদের মাঝে ৬০লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। উন্নতজাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্প’র আওতায় রাজিহার ও বাকাল ইউনিয়নের নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের ৫০জন সুবিধাভোগী সদস্যের মাঝে ৬০লক্ষ টাকার এই চেক বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলা সদরের শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে সামাজিক দুরত্ব বজায় রেখে এই চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস প্রমুখ।
পরে অতিথিরা উপজেলার রাজিহার ও বাকাল ইউনিয়নের নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের ৫০জন সুবিধাভোগী নারী সদস্যের মাঝে গাভী পালন ও গাভীর খাদ্য ক্রয়ের জন্য প্রতিজনকে ১লক্ষ ২০হাজার টাকা করে ৬০লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, উপজেলার বাকাল ও রাজিহার ইউনিয়নের হতদরিদ্র ৫০জন নারীদের মাঝে ৬০লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। প্রতিজনকে ১লক্ষ ২০হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।