আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় জাতির পিতার ভাগ্নে, (মন্ত্রী পদ মর্যাদা) পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবেক্ষন কমিটির আহবায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ – এমপির পক্ষে রোববার (৩১ মে) সকালে গৈলা বাজারে গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদারের সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে ৮শত ৩০ জনের মাঝে ৩০ কেজি চাল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, বরিশাল জেলা আওমী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওমী লীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, গৈলা ইউনিয়ন আওমী লীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারন সম্পাদক ও ইউপি সদস্য তরিকুল ইসলাম চঁন, গৈলা বাজার কমিটির সম্পাদক ফারুক সরদার, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাস গুপ্ত, আওমী লীগ নেতা ইয়াকুব আলী শিল্পী মোল্লা, ডিলার ও আওমী লীগ নেতা জাকির হোসেন মানিক মোল্লা প্রমুখ।