রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

আগৈলঝাড়া পুলিশের সেবা এখন ঘরের দূয়ারে

Facebook
Twitter

মারুফ মোল্লা, আগৈলঝাড়া।।
”তথ্য দিন, সেবা নিন” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিট পুলিশিং কার্যালয়ে সেবা প্রদান করা হচ্ছে। এতে পুলিশের সেবা ঘরের দুয়ারে বসে মিলছে সাধারন লোকজনের। ঘরের কাছে বসে পুলিশের সেবা পাওয়ায় মানুষ নির্ভয়ে কাজ করতে পারছে। এতে উপজেলায় অপরাধের সংখ্যা কমছে বলে জানায় এলাকাবাসী।

আজ রোববার (২১ জুন) সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের বিট পুলিশিং কার্যালয়ে গিয়ে এসআই তৈয়বুর রহমান সাধারন মানুষের কথা শুণে তাৎক্ষনিক সমস্যা সমাধান করে দেন। সকল দায়িত্বপ্রাপ্ত এসআইরা প্রতিদিন বিট পুলিশিং কার্যালয়ে গিয়ে সাধারন লোকজনকে সেবা দিচ্ছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের আইজিপি ড.বেনজীর আহম্মেদ এর নির্দেশে মানুষের দুয়ারে পুলিশের সেবা পৌছে দেওয়ার জন্য বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করা হচ্ছে। আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের গুরুত্বপূর্ন ৯টি স্থানে বিট পুলিশিং কার্যালয় স্থাপন করা হয়েছে। এই সকল অফিসে একজন করে এসআই দায়িত্বে রয়েছেন। তারা প্রতিদিন সকাল ও বিকেলে ওই অফিসে গিয়ে স্থানীয় সাধারন মানুষের সমস্যার কথা শুনে তাৎক্ষনিক সমাধান করে দেন। স্থানীয় ভাবে যে সমস্যা গুলো সমাধান করা যায় না সেগুলো নিয়ে থানায় আসতে বলেন। পরে সেই সমস্যা গুলো সমাধান করে দেওয়া হয়। কিছু ঘটনার মামলা করা হয়ে থাকে। প্রতিদিনই ইউনিয়ন গুলোর বিট পুলিশিং কার্যালয় পরিদর্শন করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিয়েসহ বিভিন্ন অপরাধ দমনের জন্য সারা দেশের ন্যায় আগৈলঝাড়ায় বিট পুলিশিং কার্যালয়ের কার্যক্রম গতিশীল করা হয়েছে। বিটপুলিশিং কার্যালয়ে সার্বক্ষনিক সেবা প্রদান করছে পুলিশ কর্মকর্তারা। একারনে উপজেলার অপরাধ প্রবনতা কমে গেছে।

জনপ্রিয়