রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

আট মাস পর দেশে ফিরছেন এন্ড্রু কিশোর

Facebook
Twitter

বিনোদন ডেস্ক।।
প্রায় আট মাস সিঙ্গাপুরে চিকিৎসা নেয়ার পর আজ বুধবার (১৩ মে) বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় ফিরবেন দেশবরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। গায়কের ঘনিষ্ঠজন সংগীতশিল্পী মোমিন বিশ্বাস তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

মোমিন বিশ্বাস বলেন, দাদা ফেরার জন্য ছটফট করছেন। তার শারীরিক অবস্থা এখন অনেক ভালো। সিঙ্গাপুরের বিশেষ ফ্লাইটে উনি দেশে ফিরছেন।

তবে আরেকটি সূত্রে জানা যায়, এবার দেশে ফিরলেও তিন মাস পর নিয়মিত চেকআপের জন্য তাকে সিঙ্গাপুর যেতে হবে।

এর আগে গত বছর ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এন্ড্রু কিশোর। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কিডনি ও হরমোনজনিত সমস্যার ভুগছেন তিনি। এছাড়া তিনি ক্যান্সারে আক্রান্ত।

জনপ্রিয়