শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

আত্মহত্যা করলেন করোনা রোগী

Facebook
Twitter

অনলাইন ডেস্ক।
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে আদাবরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মান্নান খন্দকার (৪১) নামে এক করোনা আক্রান্ত রোগী। শনিবার (২০ জনি) সকালে তার মরদেহ উদ্ধার করে আদাবর থানা পুলিশ।

থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বলেন, স্থানীয়দের ফোন পেয়ে আদাবর ১৭/১৮ হোসেন হাউজিংয়ের সেন ম্যানশন নামে একটি বাড়ির পাশে একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করা হয়। মান্নান ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন। ১১ তলার ছাদের একটি রুমে স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন।

তিনি আরও বলেন, আব্দুল মান্নান করোনায় আক্রান্ত হয়ে ১৫ জুন মুগদা হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে গতকাল রাতে পালিয়ে এসে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানতে পেরেছি।

মান্নানের স্ত্রী ও এক ছেলে করোনায় আক্রান্ত। তারা ওই অ্যাপার্টমেন্টের বাসায় আইসোলেশনে আছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয়