সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন, ১৪৩০
কাজীরহাট প্রতিনিধি।।
কাজীরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আন্ধারমানিক গ্রামের মেম্বার জামাল খাঁন ওরফে লিটুর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। জেলে হাকিম বেপারী, আনিচ, আবেদিন আলী আকন, কালু হাং, আবুল আকন, আঃ মালেক, রুমু আকন সহ প্রায় ৪০ জন জেলেদের নিকট হতে কার্ড নিয়েছে চাল দিবার কথা বলে। কার্ডের সাথে একশত টাকা করে নেওয়া হয়েছে ও বলে জানায়।
গত ২ এপ্রিল সনিবার সকাল ১০ ঘটিকায় ১ নং ওয়ার্ডের আন্ধারমানিক গ্রামে রাস্তার উপড়ে জেলেরা ক্ষুদ্ধ হয় মেম্বারের উপড় এক পর্যায় ঐ ওয়ার্ডেরে জেলেরা মিলে বিক্ষোব করেন ও বলে জানায়। মেম্বার জামাল খানেঁর সাথে আলাপ করলে তিনি টাকার বিষয় সত্যতা স্বিকার করেন।
মেহেন্দিগঞ্জ মৎস কর্মকর্তা শিমুল রানী পালের মুঠো ফোনে আলাপ করলে তিনি জানায়, মেম্বার টাকা ফিরৎ দিবেন জেলেদের যদি টাকা না দেওয়া হয় তবে জেলেরা অভিযোগ করলে আমি সরজমি তদন্ত পূর্বক ব্যবস্থা নিব বলে জানিয়েছেন।