আন্তর্জাতিক ডেস্ক।।
আফগানিস্তানে প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং তার প্রতিদ্বন্দি আব্দুলাহর মধ্যে ক্ষমতার ভাগাভাগি নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
কয়েক মাসের অচলাবস্থা শেষে গতকাল এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, আব্দুল্লাহ তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় নেতৃত্ব দেবেন। তার সমর্থকরাও মন্ত্রিসভায় স্থান পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিদ্বন্দ্বি পাশাপাশি বসে ছিলেন।
সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষরের দিনকে ঐতিহাসিক বলে উল্লেখ করে ঘানি বলেছেন, আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়াই এটা করা হয়েছে। -আলজাজিরা