আন্তর্জাতিক ডেস্ক।।
আফগানিস্তানে মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে সন্ত্রাসী হামলায় অন্তত ৭ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আরো একজন আহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) রাতে প্রদেশটির পাসাবান্দ এলাকার একটি চেক পয়েন্টে ওই হামলা হয়েছে।
শনিবার (১৩ জুন) পাসাবান্দ শহরের প্রধান পুলিশ কর্মকর্তা ফখরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ওই হামলার জন্য তালেবানকে সন্দেহ করা হচ্ছে। হামলার ঘটনায় এখনো এক পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন। হামলার পর ওই এলাকা থেকে পালিয়ে যাওয়ার আগে তালেবান বেশকিছু বন্দুক এবং গোলাবারুদ নিয়ে গেছে বলেও জানান তিনি।
ঘোর প্রদেশের ডেপুটি গভর্নর হাবিবুল্লাহ রাদমানিশও এই হামলার জন্য তালেবানকে দায়ী করেছেন। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠি এ হামলার দায় স্বীকার করেনি। তবে এ ধরনের হামলার জন্য সাধারণত তালেবানকেই দায়ী করা হয়।
শুক্রবারের এই হামলার কয়েক ঘন্টা আগেই দেশটির রাজধানী কাবুলের শের শাহ সুড়ি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় অন্তত ৪ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। সূত্র-সিনহুয়া।