অনলাইন ডেস্ক।।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইস্পাত কঠিন ঐক্য ও সচেতনতার প্রাচীর গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আবার ফিরে পাবো চিরচেনা জগত। ফুল-ফল-ফসল আর হাসি আনন্দের বাংলাদেশ। উদ্বেগহীন গোধূলি আর আশা জাগানিয়া সুবর্ণ প্রভাত আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ।’
তিনি সোমবার (১৫ জুন) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘করোনার প্রাদুর্ভাবকালে ভালো থাকার মূল মন্ত্র হলো সচেতনতা। আর রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদারে প্রয়োজন সার্বজনীন ঐক্য ও সম্মিলিত প্রয়াস। আসুন আমরা সরকারের নিরলস প্রয়াসে একে অপরকে সহযোগিতা করি। প্রকারান্তরে যা নিজেকে নিজে সহযোগিতা করা। এ মহামারিতে নিজের জন্য নিজে সচেতন না হলে কেউ পথ দেখাতে পারবে না।’
তিনি বলেন, ‘নিজেসহ পরিবার ও সমাজকে বাঁচানোই হবে মূল কাজ। কেননা করোনার সংক্রমণ ও বিস্তার দিন দিন বাড়ছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এই মহামারি থেকে রক্ষা পেতে সরকার নানা সীমাবদ্ধতা নিয়েও দিনরাত কাজ করে যাচ্ছে। আমরা বিপদের গভীরতা ও মাত্রা বুঝেও যদি সচেতনতা না হই তাহলে তা হবে জেনেশুনে আগুনে ঝাঁপ দেওয়ার শামিল।’
ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে জাতীয় নেতা মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, সাবেক মেয়র বদরুদ্দীন কামরানসহ অনেক নেতা, দেশ বরেণ্য শিক্ষাবীদ, ব্যবসায়ী এবং অন্যান্য পেশার মানুষ মৃত্যুবরণ করেছেন। তাদের সবার আত্মার শান্তি কামনা করছি এবং গভীর শোক জানাচ্ছি।