আন্তর্জাতিক ডেস্ক।।
রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে হামলার অনুমতি দেওয়া আগুন নিয়ে খেলার সামিল বলে মন্তব্য করেছে মস্কো। মঙ্গলবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলা হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তা কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মিত্রদের সরবরাহ করা অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে শিথিলতা দেখিয়ে ওয়াশিংটন মূলত খাল কেটে কুমির এনেছে। তাদের কার্যকলাপে ইউক্রেন যুদ্ধের ব্যাপকতা বৃদ্ধি পেতে পারে।
৬ আগস্ট রাশিয়ায় অনুপ্রবেশ করে কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেনের সেনাবাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডে এটিই কোনও বিদেশি শক্তির বৃহত্তম হামলার ঘটনা। এই হামলার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কুরস্ক হামলায় ইউক্রেনের সেনাবাহিনী ব্রিটিশ ট্যাংক ও মার্কিন রকেটসহ অন্যান্য পশ্চিমা অস্ত্রের ব্যবহার করেছে বলে অভিযোগ রাশিয়ার। অবশ্য মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছে কিয়েভ।
সাংবাদিকদের ল্যাভরভ বলেছেন, ‘পারমাণবিক শক্তিধর দেশগুলোর শিশুদের মতো আগুন নিয়ে খেলা উচিত নয়। মার্কিনিদের বক্তব্য শুনলে মনে হয় বিশ্বযুদ্ধ বেঁধে গেলে তা কেবল ইউরোপকেই ক্ষতিগ্রস্ত করবে। ঈশ্বর আমাদের সহায় হোন।’
রাশিয়া তাদের পারমাণবিক শক্তি ব্যবহারের নীতিমালাতে এখনও দৃঢ় অবস্থানে আছে বলে নিশ্চিত করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
রাশিয়ার ২০২০ সালের পারমাণবিক নীতিমালায় স্পষ্ট করে বলা হয়েছে, পারমাণবিক বা গণবিধ্বংসী অস্ত্রের হামলার শিকার হলে, কোনও হামলায় দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হলেই কেবল পাল্টা পারমাণবিক হামলা চালাবে।
এদিকে ওয়াশিংটনের দাবি, কুরস্কে আকস্মিক হামলার বিষয়ে তাদেরকে কিছু জানায়নি কিয়েভ। হামলায় যুক্তরাষ্ট্রের কোনও সম্পৃক্ততা ছিল না বলেও জানিয়েছে তারা।
পুতিনের বৈদেশিক গোয়েন্দা প্রধান সের্গেই নারিশকিন মঙ্গলবার বলেছেন, ওয়াশিংটনের এই দাবি তাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। আর দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা দিনের আলোর মতোই পরিষ্কার।
দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, হামলার পর কিয়েভকে কুরস্কের স্যাটেলাইট ছবি ও অন্যান্য তথ্য সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। রুশ বাহিনীর গতিবিধি বুঝতে সহায়তা করতে এসব তথ্য দেওয়া হয় বলে দাবি সংবাদমাধ্যমটির।