আন্তর্জাতিক ডেস্ক।।
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির ভয়াবহতার জন্য দায়ী করে আবারো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নামে মামলা করেছেন ভারতের এক বাসিন্দা।
দেশটির বিহারের বাসিন্দা আইনজীবী মুরাদ আলি এ মামলা করেছেন। এতে সাক্ষী করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
এদিকে এরইমধ্যে আদালত এই মামলা আমলেও নিয়েছেন। শুনানির জন্য ১৬ জুন দিন নির্ধারণ করেছেন।
গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরের প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল এতে আক্রান্ত হয়েছে।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৮২৩ জন। আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৯৬ হাজার ১০৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৩৮ লাখ ৪১ হাজার ৩৮২ জন।
আইনজীবী মুরাদ আলির অভিযোগ, সারাবিশ্বে করোনা ছড়ানোর জন্য চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা উভয়ই দায়ী। তাদের কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০, ২৭১, ৩০২, ৩০৭, ৫০০, ৫০৪ এবং ১২০ (খ) ধারায় এই মামলা দায়ের করেছেন মুরাদ আলি। তার দাবি, গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে প্রচার হওয়া তথ্যই তার অভিযোগের ভিত্তি।
এদিকে মহামারি এই ভাইরাসের প্রথম শনাক্তের ছয় মাস পেরিয়ে গেলেও এখনও কমছে না সংক্রমণ ও মৃতের সংখ্যা। প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে আর মারা যাচ্ছে। করোনার কারণে স্থবির হয়ে গেছে বিশ্ব অর্থনীতি। কোটি কোটি মানুষ চাকরি হারিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে বিহারের মুজাফফরপুরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সান ওয়েডংয়ের বিরুদ্ধে করোনা সংক্রমণ ছড়ানোর অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সূত্র-নিউজ এইটিন।