আন্তর্জাতিক ডেস্ক।।
ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি। রোববার (১০ মে) দুপুরে কেঁপে ওঠে দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল। কম্পনের জেরে আতঙ্কের সৃষ্টি হয় মানুষের মধ্যে।
দেশটির আবহাওয়া দফতরের জানিয়েছে, রোববার দিল্লিতে মৃদু ভুমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৪। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে। তবে কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
করোনাভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউন ঘোষিত হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার কম্পন অনুভূত হল দিল্লিতে। গত মাসে মৃদু দুটি কম্পন হয়। দুটিরই উপকেন্দ্র ছিল দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্ত। তবে সেই দুটি ক্ষেত্রেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। -এই সময়।