বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Menu
Menu

আবার শুরুর মুখে জার্মান লিগে করোনাঘাত

Facebook
Twitter

স্পোর্টস ডেস্ক।।

সবকিছুই ঠিকঠাক। ১৬ মে, শনিবার থেকে আবার মাঠে গড়াবে করোনায় ১৩ মার্চ থেকে থমকে থাকা ২০১৯-২০ বুন্দেসলিগা ও বুন্দেসলিগা-২। বুন্দেসলিগা দ্বিতীয় স্তরের ক্লাব ডায়নামো ড্রেসডেন মাঠে নামার প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে। ১৭ মে, রবিবার তাদের খেলা হ্যানোভার-৯৬’র সঙ্গে। হঠাৎই দু:সংবাদ ধেয়ে এলো শিবিরে। করোনা পরীক্ষায় দুই খেলোয়াড়ের সংক্রমণ ধরা পড়েছে শনিবার। সঙ্গে সঙ্গেই পুরো দল এবং কোচিং স্টাফকে চলে যেতে হয়েছে দুই সপ্তাহের আইসোলেশনে।

ইউরোপের বড় লিগগুলোর মধ্যে বুন্দেসলিগাই প্রথম করোনাভাইরাস মহামারি স্তিমিত হওয়ার আগে আবার মৌসুম শুরুর সিদ্ধান্ত নিয়েছে। বুন্দেসলিগার দেখাদেখি স্প্যানিশ লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগও অসমাপ্ত মৌসুম আবার শুরু করার উদ্যোগ নিচ্ছে। কিন্তু অনুশীলনের মধ্যেই ডায়নামো ড্রেসডেন দলের এই সংক্রমণ চিন্তার কারণ হয়ে উঠলো। মৌসুম সত্যিই আবার শুরু করা যাবে? ডায়নামো দলটির পক্ষ থেকে যথার্থই উদ্বেগ প্রকাশ করা হয়েছে, ‘সত্যিটা হলো আমরা আগামী ১৪ দিন না পারবো অনুশীলন করতে, না পারবো ম্যাচ খেলতে।’

গত বৃহস্পতিবার জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) সিদ্ধান্ত নেয় যে, ক্লাবগুলো যেহেতু আর্থিক সংকটে পড়ে গেছে, তাই কঠোর স্বাস্থ্যবিধি মেনে দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও ১৬ মে থেকে বুন্দেসলিগা শুরু করতে হবে। অবশ্য একেবারেই শূন্য স্টেডিয়াম তো আর হতে পারে না। খেলোয়াড়,ম্যাচ অফিসিয়াল, নিরাপত্তাকর্মী মিলিয়ে স্টেডিয়ামের ভিতরে ও বাইরে মোট ৩০০ লোকের উপস্থিতি অনুমোদিত। এর দুদিন আগে অবশ্য জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল লিগ শুরু করার ব্যাপারে দেন সবুজ সংকেত। অবশ্য করোনাভাইরাস পরিস্থিতি অন্য পশ্চিম ইউরোপীয় দেশগুলোর তুলনায় জার্মানিতে স্বাভাবিক হয়ে আসছে দেখে বুন্দেসলিগা ও বুন্দেসলিগা-২ এর ক্লাবগুলো এপ্রিলের মাঝামাঝি অনুশীলন শুরু করে দেয়। শুরুতে ছিল একা একা অনুশীলন, পরে ছোট ছোট দলে ভাগ হয়ে এবং সবশেষে দলগত।

ডায়নামো ড্রেসডেনের স্পোর্টস ম্যানেজার রালফ মিঞ্জ বলেছেন, ‘আমরা গত কয়েক সপ্তাহ ধরে জনবল ও সুযোগ-সুবিধা মিলিয়ে সব স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠিন পরিশ্রম করেছি। এখন স্বাস্থ্য কর্তৃপক্ষ ও জার্মান ফুটবল লিগের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।’

জনপ্রিয়