সাফায়েত আল মামুন, আমতলী।।
কোভিড ‘১৯ এর কারনে হতদরিদ্রদের মাঝে দেশব্যাপী খাদ্য সহায়তার অংশ হিসাবে বেসরকারি সংস্থা আশার ২ শত খাবার প্যাকেট আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর।
সোমবার (১১ মে) সকালে ইউএনও মনিরা পারভীন এর কাছে এ খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিলো ১০ কেজি চাল,২ কেজি ডাল,২কেজি আলু,১ কেজি লবনও ১ লিটার তেল।
আশার পক্ষে এ খাদ্য সহায়তা হস্তান্তর করেন বরগুনা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ মোশাররফ হোসেন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ,সাংবাদিক জাকির হোসেন, আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার জাকির হোসেন (বেতাগী অঞ্চল) রিজিওনাল ম্যানেজার মোঃ শওকত হোসেন, (আমতলী অঞ্চল) আমতলী ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শাহজাহান মিয়া,সিনিয়র এবিএম মোঃ আসাদ সহ ব্রাঞ্চের অন্যান্য কর্মীগন।