আমতলী প্রতিনিধি।।
বরগুনার আমতলীতে আরো তিন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজন হোম আইসোলেশনে চিকিৎসা নিলেও অপর আক্রান্ত একজন পলাতক রয়েছেন। আক্রান্তের বাড়ি লকডাউন করা হয়েছে। পলাতক রোগীকে খুঁজছে পুলিশ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৩১ মে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চা বিক্রেতা (৩৫) ও ১লা জুন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড হাসপাতাল সংলগ্ন একটি ডায়াগনিষ্টিক সেন্টারের ম্যানেজার (২৫) ও ওষুধ কম্পানি হেলথ কেয়ারের প্রতিনিধির (২৬) নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। গতকাল বুধবার রাত সাড়ে এগারোটায় দিকে তাদের তিনজনের রিপোর্ট হাসপাতালে এসে পৌঁছায়।
রিপোর্টে তাদের তিনজনকে করোনা পজিটিভ উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে চা বিক্রেতা ও ওষুধ কম্পানির প্রতিনিধি হোম আইসোলেশনে চিকিৎসা নিলেও ডায়াগনিষ্টিক সেন্টারের ম্যানেজার পলাতক রয়েছে। প্রশাসন আক্রান্তের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে। পলাতক করোনা আক্রান্ত রোগীকে খুঁজে বের করতে পুলিশকে অবহিত করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী জানান, আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত তিনজনের মধ্যে দুজনকে হোম আইসোলেশনে চিকিৎসা দেওয়া হবে। অপর আক্রান্ত পালিয়ে রয়েছে তাঁকে খুজে বের করার জন্য পুলিশকে জানানো হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার আক্রান্তের বাড়ি লকডাউন করার বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক করোনা রোগীকে খুঁজে বের করা হবে।