সাফায়েত আল মামুন, আমতলী।।
আমতলী উপজেলা নিবার্হী অফিসারের কাযার্লয়ে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ রাওঘা গ্রামের শারীরিক প্রতিবন্ধী মো. সেন্টু মোল্লাকে (৪৫) চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। সোমবার (১৫ জুন) সকালে উপজেলা নিবার্হী অফিসার মনিরা পারভীন ৫০০০ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. হেমায়েত উদ্দিন ও আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা।