আমতলী প্রতিনিধি।।
আমতলীর খেকুয়ানি বাজারে সোমবার সন্ধ্যায় বিদ্যুৎস্পর্শে বশির হাওলাদার (৪০) নামে এক আরমান বেকারী কারখানা মালিকের মৃত্যু হয়েছে। সে চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের কাদের হাওলাদারের ছেলে।
জানা গেছে, বশির দীর্ঘ দিন ধরে খেকুয়ানি বাজারে আরমান বেকারী নামে একটি বিস্কুটের কারখানা পরিচালনা করে আসছে। সোমবার সন্ধ্যায় কারখানার মেঝে পানি দেওয়ার জন্য একটি মটারের সাথে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হলে সে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎক তাকে মৃত্যু ঘোষনা করেন।
আমতলী হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. হারুন অর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার জানান, মৃত্যুর সঠিক কারন জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।