সাফায়েত আল মামুন,আমতলী।।
বরগুনার আমতলী পৌর শহরের মহামারী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া একশত দশ জন কর্মহীন হতদরিদ্রদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ১টায় পৌরসভার ছুড়িকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ও নির্বাহী অফিসার মনিরা পারভীন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একশত দশ জন কর্মহীন হতদরিদ্রকে জনপ্রতি দশ কেজি করে চাল, তিন কেজি আলু ও এক লিটার তৈল বিতরণ করেন।
এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জামিউল হিকমা, আওয়ামীলীগ নেতা গাজী শামসুল হক, সাংবাদিক ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনায় কর্মহীন হয়ে পড়া আমতলী পৌরসভার হতদরিদ্র একশত দশ জনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তার চাল, আলু ও তৈল বিতরণ করা হয়েছে।