রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

আমতলীতে ৬০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

Facebook
Twitter

সাফায়েত আল মামুন, আমতলী।।
আমতলী থানার পুলিশ আমতলী পৌর শহরের লঞ্চঘাট এলাকা শনিবার (২০ জুন) সকালে থেকে ৬০০ পিস ইয়াবাসহ হেলেনা বেগম (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হেলেনা পটুয়াখালী সদর উপজেলার বড়বিগাই ইউনিয়নের তিতকাটা গ্রামের বাছের লাহেড়ীর কন্যা।

পুলিশ সুত্রে জানা গেছে, হেলেনা বেগম দীর্ঘদিন ধরে ঢাকা থেকে ইয়াবা এনে এলাকায় বিক্রি করে আসছিল। শনিবার সকালে এমভি সুন্দরবন-৭ লঞ্চে ঢাকা থেকে ইয়াবা নিয়ে আমতলী লঞ্চঘাটে আসে। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার অফিসার ইন চার্জ মো: শাহ আলম এর নেতৃত্বে একদল পুলিশ লঞ্চঘাটে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রেতা হেলেনা বেগম লঞ্চ থেকে ঘাটে নামলে পুলিশ তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে।

আমতলী থানার অফিসার ইন চার্জ মো. শাহ আলম জানান, হেলেনার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুরে হেলেনাকে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক মো. সাকির হোসেন তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জনপ্রিয়