সাফায়েত আল মামুন,আমতলী।।
বরগুনার আমতলী পৌরসভার দুটি ওয়ার্ডের জাটকা ইলিশ আহরণে বিরত থাকা ১৪৪ জন জেলেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১২টায় আমতলী পৌরসভার সম্মুখে জাটকা ইলিশ আহরণে বিরত থাকা ৮ ও ৯ ওয়ার্ডের ১৪৪ জন জেলেকে সামাজিক দুরত্ব বজায় রেখে জনপ্রতি ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের উপস্থিতিতে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম এন জামিউল হিকমা, আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী বাবু জগদীশ চন্দ্র শীল, প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান মীর, সাংবাদিক ও কাউন্সিলরবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, মহামারী করোনায় কোন জেলে অভুক্ত থাকবেনা। যারা ত্রান পাবেনা তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের কাছে ত্রান পৌছে দিব।
পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের জাটকা ইলিশ আহরণে বিরত থাকা ১৪৪ জন জেলের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে জনপ্রতি ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডের তালিকাভূক্ত জেলেদের মাঝে চাল বিতরণ করা হবে।