আন্তর্জাতিক ডেস্ক।।
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। চিকিৎসা নিতে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। ইতিমধ্যে সুস্থও হয়ে উঠেছেন। এবার এক সাক্ষাৎকারে বর্ণনা করলেন চিকিতসাকালীন মুহূর্তগুলোর কথা।
রবিবার দ্য সান’কে দেওয়া এক সাক্ষাৎকারে বরিস জানান, তাঁকে বাঁচিয়ে রাখতে লিটারের পর লিটার অক্সিজেন দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, আমি মোটেও অস্বীকার করবোনা। এটা ছিল কঠিন একটা সময়।
বরিস জনসন জানান, এটা আমার চিন্তার বাইরে যে এই কয়দিনের মাথায় আমি এতোটা ভেঙ্গে পড়বো।
গত ২৬ শে মার্চ বরিস জনসনের করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে দেশটিতে ইতিমধ্যে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজারের বেশি মানুষ।
তবে দেশটির একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন ব্রিটেনে কোভিড-১৯ সংক্রান্ত রোগে হাসপাতালে ভর্তির হার ১৩ শতাংশ কমেছে। -বিবিসি।