রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
Menu
Menu

আরো উঁচুতে বায়ার্ন

Facebook
Twitter

স্পোর্টস ডেস্ক।।

আগের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয়ই বায়ার্নকে টানা অষ্টম বুন্ডেসলিগা শিরোপার পথে এগিয়ে দিয়েছিল। গত শনিবার রাতে ফরচুনা ডুইসেলডর্ফকে ৫-০ ব্যবধানে হারিয়ে বরুসিয়ার সঙ্গে ব্যবধানটা ১০ পয়েন্টে নিয়ে এসেছে কোচ হ্যান্সি ফ্লিকের দল। নিজেদের মাঠে শুরু থেকেই ম্যাচে চালকের আসনে থাকা বায়ার্ন এগিয়ে যায় ১৫ মিনিটে, ম্যাথিয়াস জার্গেনসেনের আত্মঘাতী গোলে। ২৯ মিনিটে ব্যবধান বাড়ান বেঞ্জামিন পাভার্ড। ৪৩ মিনিটে রবার্ট লেভান্ডোভস্কির লক্ষ্যভেদ সফরকারীদের সব সম্ভাবনাই শেষ করে দেয়।

৫০ মিনিটে আবারও লেভান্ডোভস্কি চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ব্যক্তিগত ৪৩তম গোলটির দেখা পান। দুই মিনিট পর আলফন্সো ডেভিসের গোলে বড়ো জয় নিশ্চিত হয় বায়ার্নের। এর ফলে এক ম্যাচ বেশি খেলে বরুসিয়া থেকে দশ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান আরো পোক্ত করে ব্যাভারিয়ানরা। তবে গত রাতে বরুসিয়া ডর্টমুন্ড প্যাডারবর্নের বিপক্ষে জিতে থাকলে ব্যবধানটা আবারও সাতে নেমে আসবে।

এদিকে এমন বিধ্বংসী জয় স্বাভাবিকভাবেই তৃপ্তি দিচ্ছে কোচ ফ্লিককে। বায়ার্ন কোচের ভাষ্য, ‘ডর্টমুন্ড ম্যাচের পরই আমরা সবকিছু ঢিল দিয়ে দিইনি, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমরা আগ্রাসী ছিলাম, তাতে আমি অনেক অনেক খুশি!’

জার্মান কোচ আরো জানান, দর্শকহীনতা সমস্যার একটা সমাধান বের করেছে তার দল। তিনি বলেন, ‘আমরা একে দলের অন্যকে সাহায্য করি কারণ এখন গ্যালারি থেকে অনুপ্রেরণা দেওয়ার কেউ নেই। ছোটো ছোটো জিনিসগুলো এখন আরো বেশি করে মাঠে শোনা যায়।’

মৌসুমের আর পাঁচ ম্যাচ বাকি। তাতেই নিকটতম প্রতিদ্বন্দ্বী বরুসিয়া থেকে বড়ো ব্যবধানে এগিয়ে গেছে বায়ার্ন। তবে কোচ ফ্লিক জানালেন, আরো সতর্ক হতে হবে তার দলকে। বললেন, ‘আমরা একটা সফল মৌসুম চাই। কিন্তু অনেক খেলা এখনো বাকি।’

দিনের অন্য ম্যাচে হফেনহাইম মেইঞ্জকে আর ওয়ের্ডার ব্রেমেন শালকেকে ১-০ ব্যবধানে হারিয়েছে। ভলফসবুর্গের বিরুদ্ধে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের জয়টা এসেছে ২-১ ব্যবধানে।

জনপ্রিয়