শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

আর্তনাদ ফাউন্ডেশন চরকালেখান ইউনিট শাখার বার্ষিক সাধারন সভা ও ইফতার সম্পন্ন

Facebook
Twitter

রূপালী ডেস্ক।।
মঙ্গলবার (১৯ মে) আসর বাদ সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের অন্যতম বৃহৎ মানবিক সংগঠন আর্তনাদ ফাউন্ডেশন, চরকালেখান ইউনিট শাখার প্রথম বার্ষিকী সাধারন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত সভায় আর্তনাদ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি, মুলাদি উপজেলা শাখা ও চরকালেখান ইউনিট শাখার দেড় শতাধিক সদস্য ও স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষী উপস্তিত ছিলো। এ সময় চরকালেখান ইউনিট শাখার গত এক বছরের কার্যক্রম বর্ননা করেন সিনিয়র সদস্য মোঃ মাইদুল ইসলাম। পর্যায়ক্রমে আর্তনাদ ফাউন্ডেশন এর নানাবিধ সামাজিক ও মানবিক কাজের বিবরণ তুলে ধরেন কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ রাজু। উল্লেখ্য, আর্তনাদ ফাউন্ডেশন সুদীর্ঘ ৮ বছরে ২০ হাজারের অধিক মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে সাহায্য করেছে। সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রম সমূহ হলো স্বেচ্ছায় রক্তদান, ফ্রি ব্লাড, ঔষধ ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করা, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বর্নমালা স্কুলের ২ টি শাখায় শতাধিক ছাত্র ছাত্রীদের বিনামূল্যে পাঠ দান, খাবার ও শিক্ষা সামগ্রী বিতরন, মাদক, যৌতুক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা, প্রাকৃতিক দুর্যোগ ফ্রি খাবার, ঔষধ ও মেডিকেল ক্যাম্প পরিচালনা করা, বৃক্ষ রোপণ, দরিদ্রদের সাবলম্বি করন সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করা।

সম্প্রতি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের ১৫০০ এর অধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রমজান উপলক্ষে এক হাজারের অধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ঈদ উপলক্ষে পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরনের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।

সভায় উপস্থিত চরকালেখান ইউনিট শাখার সিনিয়র সদস্য রায়হান ইসলাম বাবু বলেন, চলমান করোনা সংকটে আর্তনাদ ফাউন্ডেশন দেশের বিভিন্ন প্রান্তে সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। এই কাজের ধারাবাহিকতা সামনে চলমান থাকবে বলে জানান তিনি। এ সময় তিনি চরকালেখান ইউনিট শাখার সকল সদস্য ও স্বেচ্ছাসেবকদের সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেন।

সমাপনী বক্তব্যে আর্তনাদ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় চেয়ারম্যান ফোরকান মাহমুদ উপস্থিত সকল সদস্য, সেচ্ছাসেবী, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। আর্তনাদ ফাউন্ডেশন বর্তমানে দেশের ৪৭ টি কলেজ ও ইউনিভার্সিটি এবং ২৫ টি জেলায় কার্যক্রম পরিচালনা করে, ভবিষ্যতে দেশের সকল কলেজ ও ইউনিভার্সিটি এবং সকল জেলায় কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে বলে জানান তিনি।

জনপ্রিয়