অনলাইন ডেস্ক।।
সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে পোশাক শ্রমিক স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী তাসমিরা আক্তারকে আটক করেছে পুলিশ। শনিবার (০৬ জুন) সকালে আশুলিয়ার ঘোষবাগ সোনামিয়া মার্কেট এলাকার ভাড়া বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম মমিনুল ইসলাম (২৮)। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার চন্দ্ররিয়া গ্রামের আমির আলীর ছেলে। স্ত্রী তাসমিরার বাড়ি পিরোজপুর জেলার বোচাগঞ্জ থানার ছেনিহারা গ্রামে। তারা দুজনেই আশুলিয়ার সোনামিয়া মার্কেট এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় তৈরি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) টুম্পা সাহা জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। নিহতের গলায় গভীর ক্ষত চিহ্ন রয়েছে। এসময় ঘটনার সঙ্গে জড়িত সন্দহে নিহতের স্ত্রী তাসমিরাকে আটক করা হয়েছে।
এছাড়া আটক স্ত্রী তাসমিরা আক্তারের শরীরেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে তাদের ধারনা পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে স্ত্রী তাসমিরা আক্তার। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।