রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে বরগুনায় বৃদ্ধের মৃত্যু

Facebook
Twitter

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনা সদর উপজেলার পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে যাওয়ার পথে শহীদুল ইসলাম (৬৪) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শহীদুল ইসলামের মৃত্যুর বিষয়টি ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ সেলিম নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ১২টার দিকে সদর উপজেলার এম বালিয়াতলি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান সেলিম বুধবার (২০ মে) সকালে জানান, শহীদুল ইসলাম আগে থেকেই অসুস্থ ছিলেন। তিনি আমফানের কারণে নিরাপদ আশ্রয় নিতে পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে অসুস্থতা বেড়ে গেলে রাত ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তিনি পরীরখাল বাজারে দীর্ঘদিন ধরে রেস্তোরাঁ ব্যবসা করে আসছিলেন।

এ বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার বলেন, মৃত শহিদুল ইসলাম আগে থেকেই অসুস্থ ছিলেন। আমরা তাঁর পরিবারকে যথাযথ সহায়তা প্রদান করব।

জনপ্রিয়