শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

আসছেন সুলতানরূপী মিলন

Facebook
Twitter

বিনোদন ডেস্ক।।

দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। নাটকটির নাম ‘সুলতান ভাই’। এ নাটকে তাকে সুলতানরূপী মিলন চরিত্রে দেখা যাবে। যিনি পুরান ঢাকার বিত্তশালী পরিবারের সদস্য।

মৃত্যুঞ্জয় সর্দার উচ্ছ্বাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন মাসুদ। নাটকটি আগামী মাসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, যে কোনো নাটকেরই নাম ভূমিকায় অভিনয় করা চ্যালেঞ্জের। একক নাটকে হরহামেশাই এই কাজটি করা হয়। কিন্তু ধারাবাহিকে সচরাচর নাম ভূমিকায় অভিনয় করা হয় না। এ নাটকের চরিত্রটিতে অভিনয়শৈলী দেখানোর যথেষ্ট সুযোগ আছে। আশা করছি নাটকটিতে আমার অভিনয় উপভোগ্য হবে।

এদিকে গেল মঙ্গলবার থেকে শুটিংয়ে ফিরেছেন মিলন। এদিন তিনি উত্তরার আপনঘর শুটিং স্পটে ‘চিটিং মাস্টার’ নাটকের শুটিং করেন। নাটকটি নির্মাণ করেছেন সঞ্জিত সরকার।

জনপ্রিয়