ইন্দুরকানী প্রতিনিধি।।
ইন্দুরকানীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং এবং লিফলেট বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ। বুধবার (১০ জুন) উপজেলা শহরের বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করেছে ছাত্রলীগ।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ-সম্পাদক নেওয়াজ খান জানান, ছাত্রলীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের যে কোন দুর্যোগকালীন সময়ে সাধারন জনগনের পাশে ছিলো তারই ধারাবাহিকতায় বৈশ্বিক এই মহাবির্পযয় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটুর নির্দেশে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইন্দুরকানী বাজার ও আশপাশের বিভিন্ন সড়কে সচেতনতামূলক মাইকিং এবং লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ-সম্পাদক নেওয়াজ খান,যুগ্ন-সাধারন সসম্পাদক সাইফুল খান,সাংগঠনিক-সম্পাদক আরিফুর রহমান নোবেল,দপ্তর-সম্পাদক রিফাত আকন,ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সানজিদুর রহমান সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।