শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

ইন্দুরকানী বাজেরের প্রবেশ মুখে বেহাল সড়কের সংস্কার করল ছাত্রলীগ

Facebook
Twitter

ইন্দুরকানী প্রতিনিধি।।
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইন্দুরকানী বাজেরের প্রবেশ মুখে জলাবদ্ধতা ও বেহাল সড়কের সংস্কারকাজ করা হয়েছে।রবিবার (০৭ জুন) সকালে সেচ্ছায় এ সড়কের সংস্কার করে চলাচলের উপযোগী করেন তারা।

স্থানীয় সূত্র জানায়, ইন্দুরকানী বাজারের প্রবেশ মুখে বেলতলা নামক স্থানে সড়কে খানাখন্দে ভরা। বর্ষা মৌসুম এলেই একটু বৃষ্টিতেই সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে ছোট বড় যানবাহন, পথচারী, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে দুর্ভোগের শিকার হতে হত। বাজারের প্রবেশ মুখে সড়কের এমন বেহাল অবস্থা দেখে চরম অস্বস্তিতে পড়তে হয় পথচারীদের।

এ ভোগান্তির হাত থেকে রক্ষা করতে ও জনগণের সুবিধার্থে ইন্দুরকানী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে সেখানে ইট বিছিয়ে ও রাবিশ দিয়ে সড়কটি সংস্কার করা হয়। এতে করে ভোগান্তি থেকে রক্ষা পাবে যানবাহন, যাত্রী সাধারন, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। আর তাই ছাত্রলীগের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সেচ্ছায় রাস্তা সংস্কার কাজে উপজেলা ছাত্রলীগ’র সহ-সভাপতি আলামিন, সাধারণ সম্পাদক ইসরাফিল খান নেওয়াজ, যুগ্ন-সাধারন সম্পাদক সুমন, সাংগঠনিক-সম্পাদক আরিফুর রহমান নোবেল, দপ্তর-সম্পাদক রিফাত আকন, উপজেলা ছাত্রলীগ নেতা সালমান, ইন্দুরকানী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা সানজিদুর রহমান, কাওছার মোল্লা, পাড়েরহাট ইউনিয়ন ছাত্রলীগ’র নেতা মেহেদি মারুফ, ইমরান বয়াতি, শাকিল, ইন্দুরকানী সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুবায়ের শেখ নয়ন, পত্তাশী ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজিব মাহমুদ, ইন্দুরকানী বন্দর ছাত্রলীগ নেতা মেহেদী, আরাফাত, সামি সহ ছাত্রলীগের আরো বেশ কিছু নেতাকর্মী হাত লাগান।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফির খান নেওয়াজ বলেন, পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ খান টিটু ভাইয়ের অনুপ্রেরণায় ও ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন আল মুজাহিদ স্যারের সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ অনুযায়ী ছাত্রলীগের কর্মীদের নিয়ে সাধারন মানুষের দুর্ভোগ লাঘবের জন্য সেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করে দিয়েছি।

জনপ্রিয়