বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
Menu
Menu

ইমরানের পথে চলবেন বাবর

Facebook
Twitter

স্পোর্টস ডেস্ক।।

পাকিস্তান তো বটেই, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা আক্রমণাত্মক অধিনায়ক ইমরান খান। তিনি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়ক বাবর আজম বলছিলেন, তিনি অধিনায়ক হিসেবে ইমরানের পদাঙ্ক অনুসরণ করতে চান।

পাকিস্তানের সব ফরম্যাটেই সেরা খেলোয়াড় বাবর আজম। সরফরাজ আহমেদের পর তিনি প্রথমে টি-টোয়েন্টির দায়িত্ব পান। এরপর গত সপ্তাহে ওয়ানডের অধিনায়কত্বও পেয়েছেন তিনি। বাবর বলেছেন, তিনি অধিনায়কত্বের চাপ নিতে প্রস্তুত আছেন।

ইমরান খানের মতো অধিনায়ক হওয়ার যুক্তি বলতে গিয়ে বাবর বলেছেন, ‘আমি যেটা শিখেছি, সেটা হলো আক্রমণ। আর এটাই আমি করতে চাই। আমি অধিনায়ক হিসেবে ইমরান খানের স্টাইল অনুসরণ করতে চাই। অধিনায়ক হিসেবে আপনাকে শান্ত থাকতে শিখতে হবে। আপনাকে খেলোয়াড়দের সঙ্গে নিয়ে চলতে হবে। আপনাকে নিজের দল ও প্রতিপক্ষ নিয়ে পরিকল্পনা করতে হবে। হ্যাঁ, কখনো কখনো আপনি রাগ হবেন। কিন্তু নিজেকে শান্ত রাখতে হবে। আবার মাঠে আক্রমণটাকে নিয়ন্ত্রণে রাখাও জরুরি। আত্মবিশ্বাসটা আমার কাছে মূল ব্যাপার মনে হয়। আর দরকার সব খেলোয়াড়ের সমর্থন।’

জনপ্রিয়