অনলাইন ডেস্ক।।
প্রকৌশলী ইশরাক হোসেনের ঢাকা এইড কর্মসূচিতে সহায়তা করলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের তহবিলে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন।
সোমবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে শামসুদ্দিন দিদার রাজধানীর গুলশানে প্রকৌশলী ইশরাক হোসেনের বাসায় গিয়ে এ অনুদানের টাকা হস্তান্তর করেন।
সেইসাথে এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে ফাউন্ডেশনের সব ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন দিদার।
করোনা প্রদুর্ভাব দেখা দেয়ার পর থেকে প্রকৌশলী ইশরাক হোসেন তার নিজ উদ্যোগে ঢাকা এইড কর্মসূচির মাধ্যমে প্রতিদিন নগরীর অসহায় দুস্থ মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ করছেন।