শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Menu
Menu

ঈদের দিন মাশরাফি-মুশফিকের অনুরোধ

Facebook
Twitter

স্পোর্টস ডেস্ক।।

এক মাস সিয়াম সাধনার পর আজ সোমবার (২৫ মে) সারাদেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। করোনা ভাইরাসের কারণে এবারের ঈদ ভিন্নভাবে উদযাপন করছে দেশের মুসলমানরা। তাই ঈদের দিনে মানুষকে ঘরে ধাকার অনুরোধ করেছেন বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফী বলেন, ‘এবার ঘরে থেকে ঈদ করার বড় সুযোগ। বাসায় যাঁরা অবিভাবক আছেন, তাদের সময় দিন। সাধারণত ঈদের দিনে তাঁদের সময় দেওয়া হয় না। এবার অবিভাবকদের ঈদ স্পেশাল করে তোলার দারুণ সুযোগ। তাঁরা যেন নিজেদের ছেলেবেলায় ফিরে যেতে পারে। সবাইকে অনুরোধ করব, সবাই ঘরে থাকুন, এক সঙ্গে ঈদ করুন। বেঁচে থাকলে সামনের ঈদ আরও ভালো হবে।’

মাশরাফীর সঙ্গে সুর মিলিয়ে মুশফিক বলেন, ‘এবার ঈদটা একটু অন্যরকম। যদিও আমরা এভাবে চাইনি। আমরা সবাই খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে যেন ঈদটা পালন করতে পারি। বাসার সবাইকে সময় দেই, বাসাতেই থাকি।’

জনপ্রিয়