বিনোদন ডেস্ক।।
জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা। বেশ কয়েক বছর একসঙ্গে পর্দা ভাগাভাগি করে চলেছেন। এবারের ঈদেও জুটি হিসেবে আসছেন তারা। তবে টিভিতে নয়, তাদের দেখা যাবে ইউটিউবে।
নাটকের নাম ‘হঠাৎ দেখা’। যেখানে উঠে আসবে জীবনে ঘটে যাওয়া বিভিন্ন প্রাপ্তি-অপ্রাপ্তি ও প্রেম-বিরহের অন্যরকম একটি গল্প।
কাজল আরেফিন অমির রচনা ও পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন বাঁধন লিংকন, শারিকা সাবাহসহ অনেকে।
এটি প্রযোজনা করছে ‘ক্লাব ইলেভেন’। তারা জানায়, জীবনে ঘটে যাওয়া পরিচিত ঘটনাই এতে দেখা যাবে। কিন্তু তা অন্যভাবে। নাটকে রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও তিশা।
‘হঠাৎ দেখা’ প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ঈদের অনুষ্ঠানমালায় মুক্তি পাবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, এবারের ঈদে আরও একটি নাটক তারা অবমুক্ত করবে। সেটি হলো ‘বিবাহ করিতে চাই না’। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন ও পরিচালনায় রয়েছেন রুবেল হাসান। এতে অভিনয় করেছেন তাহসান খান ও সায়লা সাবি।