স্পোর্টস ডেস্ক।।
করোনার কারণে খেলাধুলা বন্ধ। ক্রিকেটাররা বাড়িতেই সময় কাটাচ্ছেন। তাদের একেকজনের অবসর কাটছে একেকভাবে। ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জ তো আছেই, অন্য সময়টায় বেশিরভাগই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত।
রোববার ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুল বসেছিলেন ভক্তদের সঙ্গে। টুইটারে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন তিনি। সুযোগে রাহুলের কাছ থেকে অনেক কিছুই জেনে নিয়েছেন ভক্ত-সমর্থকরা।
এরই মাঝে এক ভক্ত রাহুলকে প্রশ্ন করেছিলেন-উইকেটের পেছনে কার বল ধরতে সবচেয়ে বেশি সমস্যা হয়? জবাবে ভারতীয় উইকেটরক্ষক বলেন, ‘আমি আসলেই উইকেটকিপিংটা খুব উপভোগ করি। তবে বল ধরতে সবচেয়ে কঠিন লাগে জাসপ্রিত বুমরাহর।’
লোকেশ রাহুল অবশ্য জাতীয় দলে উইকেটরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, বেশিদিন হয়নি। দীর্ঘদিন দলে ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হলেও রিশাভ পান্ত ব্যর্থ হওয়ায় হঠাৎই স্পেশালিস্ট উইকেটরক্ষক হিসেবে জায়গা ধরে ফেলেন রাহুল।
এখন পর্যন্ত ভারতের হয়ে ৩৬টি টেস্ট, ৩২ ওয়ানডে আর ৪২টি টি-টোয়েন্টি খেলেছেন রাহুল। আগে দলে অনিয়মিত হলেও সীমিত ওভারের ক্রিকেটে প্রথম পছন্দের উইকেটরক্ষক হয়ে যাওয়ার পর থেকে নিয়মিত খেলছেন।
এবারের আইপিএলে নেতৃত্বও পেয়েছেন রাহুল। কিংস ইলেভেন পাঞ্জাব তাকে দিয়েছে গুরুদায়িত্ব। তবে করোনার কারণে আইপিএলের এবার আসরটি আর মাঠে গড়াবে কিনা, সেটি নিয়েই সংশয় কাটছে না।