রূপালী ডেস্ক।।
উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত এবং ঝূঁকিপূর্ণ বেড়িবাঁধ যেখানে আছে সেই এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে তৎপর রয়েছে বলে জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। সোমবার (১৮ মে) বিকেলে বরিশাল নগরীর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, উপকূলীয় জেলাগুলোর ক্ষতিগ্রস্ত ও ঝূঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা কাজ করছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসকদের দিক নির্দেশনা দিয়েছেন। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
আগে থেকেই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো সংস্কারের কাজ চলছিল। এর মধ্যে ধেয়ে আসছে আম্ফান। তবে তিনি জনগনকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন। ঘূর্ণিঝড় আম্ফানে উপকূলীয় এলাকার পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুরসহ বিভিন্ন এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।