আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসাসহ যে বিভিন্ন ধরনের ভিসা দেওয়া হয় তা বন্ধ করে দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত দেশি কর্মী এবং করোনা ভাইরাসের সংকটে বেকারদের চাকরি দিতে এই সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
লকডাউনের জেরে আমেরিকায় বেকারত্বের সংখ্যা বহু গুণ বেড়ে গেছে। মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে।
পত্রিকাটি জানায়, আগামী অর্থ বছরের পুরোটা সময়ের জন্যই এইচ-১বিসহ আমেরিকায় কাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ভিসা আর না দেওয়ার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রে নতুন অর্থবর্ষ শুরু হয় ১ অক্টোবর থেকে। ওই সময়েই এইচ-১বিসহ ওই সব ভিসা ইস্যু করতে শুরু করে মার্কিন প্রশাসন। সূএ-এনডিটিভি।