একবার তুমি আলো হও
।।একেএম শামীম আহমেদ।।
একবার তুমি আলো হও…
এক কোটিবার আমি সূর্য হবো,
একবার যদি ভুল ভেঙ্গে দাও
অনন্তকাল ভালোবেসে যাবো।
একচখে তুমি স্বপ্ন আনো
অন্য চোখে আমি স্বর্গ রচিবো,
একবার শুধু আমার হও
অনন্তকাল আমি ভালোবেসে যাবো।
একবার তুমি ভালোবাসো আলো,
আমার দু’হাতে জমাও তোমার দুঃখ গুলো
এবার একটু হাসো চির নিশ্চয়তায়
আমি আজীবন ঋণী হই ভালোবেসে তোমায়।
একবার তুমি আলো হয়ে রও
তারপর এককোটি বার হৃদয় পোঁড়াও,
তবুও আমি তোমার হবো
যতদিন বাঁচি ভালোবেসে যাবো।